Wellcome to National Portal
Main Comtent Skiped

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা মোতাবেক বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আপনার সকল বিদ্যুৎ বিল পরিশোধ করে পরিশোধিত বিলের কপি সংযোগ বিচ্ছিন্নকারী দলকে দেখানোর জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, স্পটে কোন বিদ্যুৎ বিলের অর্থ আদায়/গ্রহণ করা হবে না। -> সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে  জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন।


Title
Blood Donation Programmes at National mourn day.
Details

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন উপলক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ) এর উদ্যোগে অদ্য ১৬ আগস্ট ২০২৩ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহমেদ হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাপবিবো’র চেয়ারম্যান মহোদয়ের রুটিন দায়িত্ব পালন ও সদস্য (প্রশাসন) জনাব মোঃ হাসান মারুফ। এছাড়াও, ক্রীসকপ এর সভাপতি সদস্য (অর্থ) জনাব দীপংকর বিশ্বাস ও বাপবিবো’র সকল সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত উক্ত রক্তদান কর্মসূচিতে বাপবিবো’র সর্বমোট ৪৪ জন ব্যক্তি রক্তদান করেন। একইভাবে অভিন্ন কর্মসূচির মাধ্যমে বাপবিবো’র আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতেও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

Images
Attachments
Publish Date
18/08/2023
Archieve Date
31/07/2024