সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন উপলক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ) এর উদ্যোগে অদ্য ১৬ আগস্ট ২০২৩ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহমেদ হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাপবিবো’র চেয়ারম্যান মহোদয়ের রুটিন দায়িত্ব পালন ও সদস্য (প্রশাসন) জনাব মোঃ হাসান মারুফ। এছাড়াও, ক্রীসকপ এর সভাপতি সদস্য (অর্থ) জনাব দীপংকর বিশ্বাস ও বাপবিবো’র সকল সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত উক্ত রক্তদান কর্মসূচিতে বাপবিবো’র সর্বমোট ৪৪ জন ব্যক্তি রক্তদান করেন। একইভাবে অভিন্ন কর্মসূচির মাধ্যমে বাপবিবো’র আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতেও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS